যাত্রী ভোগান্তি নিরসন হোক

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

ডিজেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বাড়ানো হয় বাস ভাড়া। শুরু হয় রাজধানীসহ সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য। অব্যাহত যাত্রী ভোগান্তি। জানা যায়, সরকার কর্তৃক বর্ধিত ভাড়ার চেয়ে দিগুণ ভাড়া আদায় করছে পরিবহন মালিক ও শ্রমিকরা।
উক্ত বর্ধিত ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হলেও একই ভাড়া আদায় করা হচ্ছে সিএনজিচালিত বাসেও। এক্ষেত্রে নানা কারসাজির আশ্রয় নিচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। দেখা যায়, সিএনজিচালিত বাসে লটকানো হয়েছে ডিজেলচালিত স্টিকার। অনেক বাসে গোপন রাখা হয়েছে সিএনজি সিলিন্ডার ও গ্যাস ঢোকানোর নাজাল। এভাবেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঠকানো হচ্ছে যাত্রীদের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অতএব পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী ভোগান্তি নিরসনে, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এটাই কাম্য।

কে এম ছালেহ আহমদ বিন জাহেরী,
মৌকারা দারুচ্ছুন্নাত নেছারীয়া কামিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাক
পরবর্তী নিবন্ধঅন্যের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে