চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের উপর গিয়ে পড়লে চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। গতকাল বুধবার সকাল ৭টার দিকে রাউজান অংশের ব্রাহ্মণহাট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাপ্তাই অভিমুখী মদিনার ফুল নামের বাসটি ব্রাহ্মণহাটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় চালকসহ অন্তত ১৫ জন। আহতদের মধ্যে চালকসহ চারজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে।