যাত্রা শুভ হোক নগরীর ক্যান্সার হাসপাতালের

রাহীব আকবর | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। মা ও শিশু হাসপাতালের পাশেই গড়ে তোলা হচ্ছে এ ক্যান্সার হাসপাতাল। করোনার সময় গড়ে তোলা হয় করোনা ইউনিট এবং উদ্যোগ নেওয়া হয়েছে অক্সিজেন প্ল্যান্ট প্রতিষ্ঠার। এখানে দেয়া হচ্ছে দরিদ্র মানুষের জন্য অল্প খরচে চিকিৎসার সেবা। এসবের সুফল পাবে চট্টগ্রামের মানুষ। তার জন্য পরিচালনা পরিষদের অক্লান্ত পরিশ্রম ও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।
আমরা মানবতার অনন্য উদাহরণ পাই রেজাউল করিম আজাদের দুরন্ত ও সুদক্ষ কর্ম তৎপরতায়। শয্যা বৃদ্ধি, নতুন ভবন নির্মাণ, নার্সিং কলেজের সমৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, রোগীর সেবার মান বাড়ানো। সবচেয়ে বৃহৎ প্রকল্প ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন করা। আগামী দু’বছর পর এই হাসপাতাল এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে বলে আশা করি।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা, ভালো আছো তো?
পরবর্তী নিবন্ধআত্মহত্যা নয়, চাই আত্মশুদ্ধি