যাত্রা এ দেশের ঐতিহ্যবাহী ও শক্তিশালী গণমাধ্যম। নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এবং কখনো কখনো সংস্কৃতি বিরোধী অশুভ শক্তির তৎপরতায় বাংলাদেশে যাত্রা শিল্পের যাত্রা পথ বার বার বাধাগ্রস্ত হয়েছে। আবার বিকৃত রুচির প্রদর্শকদের কারণে যাত্রা চলে গেছে ভিন্ন খাতে। ফলে শিক্ষিত সচেতন মহলে বিশেষ করে নবপ্রজন্মের কাছেই যাত্রা শিল্প সম্পর্কে ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কিন্তু একথা অনস্বীকার্য যাত্রাশিল্প আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম মাধ্যম। যাত্রা আমাদের গ্রামীণ সমাজের অনেকটাই প্রধান বিনোদন মাধ্যম হওয়ার পরও নানা কারণে যাত্রাশিল্প বর্তমানে সংকটে। প্রকৃত প্রতিভাবান যাত্রাশিল্পী, পালাকারসহ সংগঠকের অভাব থাকার ফলে অনেক অ-শিল্পী, মুনাফালোভী ব্যবসায়ীর আধিপত্য বৃদ্ধি পেয়েছে। যেখান থেকে সুস্থ যাত্রা শিল্প অবরুদ্ধ অবস্থায় মুক্তাঙ্গনের আলো-বাতাসের স্পর্শ পাবে তা বেশ কঠিন। ফলশ্রুতিতে যাত্রায় অশ্লীল নৃত্য এবং যাত্রাকে কেন্দ্র করে এক শ্রেণীর যাত্রা সংগঠকের ব্যবসায়িক মনোবৃত্তি ও পৃষ্ঠপোষকতায় জুয়া ও অন্যান্য অপকর্ম হতে দেখা যায়। উৎসাহিত করতে হবে যাত্রাশিল্পের পরিশীলিত চর্চাকে। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় যাত্রা পালা মঞ্চায়নের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, যাত্রা শিল্পের বিকাশে বর্তমান সময়ের নবীন প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি ও চর্চার বিকল্প নেই। যাত্রাশিল্প কখনই অশ্লীল নয়। সময়োপযোগী প্রযোজনা এবং স্বাভাবিক মঞ্চায়নের প্রবাহ বজায় থাকলে শিল্প মাধ্যমটি গতিশীল হয়ে উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বাগত বক্তব্য রাখেন জেলা কালাচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের যাত্রা শিল্পী-কলাকুশলী এবং যাত্রা দলসমূহকে যাত্রাচর্চায় উদ্দীপ্ত করতে দেশব্যাপী ৭৯টি যাত্রাপালা নির্মাণ ও মঞ্চায়ন শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মুক্তমঞ্চে মঞ্চায়ন হয় নতুন নির্মিত যাত্রাপালা ‘বঙ্গবন্ধুর ডাকে’। রচনায় ও নির্দেশনায় ছিলেন যাত্রা গবেষক ও যাত্রা শিল্পী মিলন কান্তি দে। পরিবেশনায় দেশ অপেরা। অভিনয়ে ছিলেন শাহ মোহাম্মদ আলী, আবুল হাশেম, শাখাওয়াত হোসেন সেলিম, শফিকুল ইসলাম লিটন, মোতাহার হোসেন, আকবর, মোবারক, আলী নুর, শফিক, কমলেশ, পুরবী, মনিমালা, সুশীলা বিশ্বাস, সুকোমল দে, চাঁদু, রাজু দে ও মিলন কান্তি দে প্রমূখ। যাত্রাপালা উপভোগ করার জন্য প্রচুর দর্শক সমাগম হয়।