যন্ত্রণায় কাঁদে ধরনীর বুক

মনিকা ভট্টাচার্য | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

সবুজের হয়েছে পাণ্ডুরোগ।

খসে পড়েছে পাতা।

বিবর্ণ এই প্রকৃতির

লজ্জায় মাথা কাটা।

মিছিলে মিটিংয়ে কিংবা খবরের পাতায়

কর্কট দিয়েছে আটকে

যন্ত্রণায় কাঁদে ধরনীর বুক

পিশাচের তাণ্ডবে।

তুমি যখন গভীর ঘুমে মগ্ন, আমি তখন প্রসব যন্ত্রণায় পিষ্ঠ।

চতুর্দশীর কালো আকাশে যখন আমি তারার আলোয় তুষ্ট।

তুমি তখন অন্য ঘরে, কারো প্রেমে নিবিষ্ট।

আমার হৃদপিণ্ড যখন না পাওয়ার কষ্টে কাঁদে,

তোমার আকাশে তখন পূর্ণিমা খেলা করে।

আমার দুহাত যখন তোমায় খোঁজে,

তোমার হাত দু’টি তখন ভালোবাসা লুটে।

আমার নয়ন যখন তোমার নয়ন পরে,

তোমার দৃষ্টি তখন সীমানা তৈরী করে।

আমার ওষ্ঠ যখন প্রচণ্ড তৃষ্ণায়,

তোমার অধরে তখন টর্নেডো খেলা করে।

আমার প্রেম দিগন্তে পাখা মেলে,

তুমি তখন ছাদ বাগানের ঠিক ঈশান কোণে।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত মানুষের কথা ভাবুন
পরবর্তী নিবন্ধরবীন্দ্র-আলোয় শান্তিনিকেতন