যত্রতত্র পার্কিং বন্ধে পদক্ষেপ নেওয়া হোক

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

ঢাকা শহরের পর চট্টগ্রাম শহরে সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। এই যানজটের পেছনে ফুটপাত ও রাস্তা দখল করে হকার বসা এবং যত্রতত্র পার্কিং প্রধান কারণ। চার লেনের রাস্তা হলে সেখানে হকার আর অবৈধ পার্কিং দুই লেন দখলে নিয়ে নেয়। বাকি দুই লেন থাকে গাড়ি চলাচলের জন্য। এতে যানজটের সৃষ্টি হয়। যা নগরীর মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। ফুটপাত মানুষের হাঁটার জন্য হলেও হকারদের দখলে চলে যাওয়ায় মানুষ ভালোভাবে হাঁটতে পারে না। যার ফলে রাস্তায় নেমে পড়তে হয়। এতে দুর্ঘটনাও ঘটে। বর্তমানে চট্টগ্রাম সিটি মেয়র প্রশংসনীয় ও সাহসিক এক উদ্যোগ হাতে নিয়েছেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তিনি ফুটপাত দখলমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকটা সফলও বলা যায়। যদিও হকার্সরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কয়েকবার। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু সিটি কর্পোরেশন তাঁর সিদ্ধান্ত অনড়। এই অনড় থাকা একদিন জনজীবনে স্বস্তি দিবে। যানজটের মতো বড় সমস্যার লাগব হবে। একইভাবে যত্রতত্র পার্কিং বন্ধ করতে হবে। সুন্দর ও স্মার্ট নগরী গড়ার লক্ষ্যে এই ফুটপাত দখলমুক্ত ও যত্রতত্র পার্কিং বন্ধ করাতে হবে। ভিশন ২০২১ সফল হওয়ার পর বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিশন ২০৪১ নামক দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এই ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ছাড়া কোনও বিকল্প নেই।

মশিউর রহমান আবির

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধহাবিলাসদ্বীপ গ্রামের প্রসিদ্ধ শিবচতুর্দশী মেলা