যত্রতত্র অনার্স মাস্টার্স ডিগ্রি দেওয়া বন্ধ করা হোক

| সোমবার , ১০ মে, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

“বন্ধ হতে পারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স, মাস্টার্স ” শিরোনামে একটি নিউজ পড়ে খুবই স্বস্তি বোধ করছি। নিসন্দেহে, এটি একটি ভালো উদ্যোগের মধ্যে ছোট্ট একটি প্রচেষ্টা। তবে, উদ্যোগটা এমন নিলে বরং ভালো হত যে দেশের সরকারি এবং নামি-দামি কলেজ ছাড়া উপজেলা পর্যায়ের সকল সরকারি কলেজেও অনার্স, মাস্টার্স ডিগ্রী বন্ধ করা হবে। কেননা, চাকরি বাজারে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার তুলনায় গ্রাজুয়েটদের যোগান বেশি হওয়ায় চাকরি বাজারে অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এবং প্রতিষ্ঠানগুলো কম বেতনে সহজেই কাজ করিয়ে নিতে পারে। ১ হাজার পদের বিপরীতে ২-৩ লাখ আবেদন পড়ে। আমাদের শিক্ষিত জাতিকে কিভাবে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এ অবস্থায়,যদি দেশে একের এক বিশ্ববিদ্যালয় বা কলেজ প্রতিষ্ঠা করা হয় তাহলে দেশে গ্রাজুয়েটধারী বেকার উৎপাদন বৈ অন্য কিছু নয়। অসুস্থ প্রতিযোগিতা আরও প্রকট আকার ধারণ করবে। নতুন করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠা না করে বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ কমিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির পথটা একটু কঠিন করে দিয়ে শিক্ষার গুণগত মান বজায় রেখে স্নাতক করার মত বিশ্ববিদ্যালয় বা কলেজে সীমিত সংখ্যক আসন নির্ধারণ করা হলে সেখানে মেধাবিরাই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ পেত । সেরাদের সেরারা গ্রাজুয়েট পেলে তাদের চাহিদার অভাব থাকত না। প্রতি জেলায় সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে এবং উপজেলায় উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ডিগ্রি এবং স্নাতক কলেজগুলোর বদলে ভোকেশনাল এবং টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করলে তা কর্মসংস্থানে বেশি কাজে আসত। কাজেই যত্রতত্র অনার্স, মাস্টার্স ডিগ্রী দেওয়া বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আজিজুল হক, সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধঊন