ম্যাজিস্ট্রেট আসার খবরে স্কেভেটর রেখে পালালো পাহাড় খেকোরা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে তিনটি স্কেভেটর রেখে পালিয়েছে পাহাড় খেকোরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের পার্শ্ববর্তী স্থানে অভিযানের সময় এ ঘটনা ঘটে। এ সময় কাউকে না পেয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর তিনটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, কিছু দুষ্কৃতকারী স্কেভেটর দিয়ে বায়েজিদ সংযোগ সড়কের পার্শ্ববর্তী স্থানের পাহাড় কাটছে বলে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী ও পটিয়ায় ৭ চেয়ারম্যান প্রার্থীসহ ৬১ জনের মনোনয়ন জমা
পরবর্তী নিবন্ধমিনিটে ৫০০ লিটার অক্সিজেন দেবে ছোট্ট প্ল্যান্টটি