মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের দাবি

| সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নগরীর গোসাইলডাঙ্গা মিষ্টিমুখ ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জহুর আহম্মদ চৌধুরীর সন্তান জসিম উদ্দিন চৌধুরী।

সংগঠনের যুগ্ম সম্পাদক একেএম মহিউদ্দীন চৌধুরী মহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগে কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সাধারণ সম্পাদক ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক শওকত মোহাম্মদ মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উপদেষ্টা মো. মাহফুজ, সহ সভাপতি নূর হোসেন দুলাল, শ্রম সম্পাদক মো. মোরশেদ, বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ সভাপতি মো. রফিক, জাহাঙ্গীর আলম তালুকদার ও কাওসার আলম, সহ সাংগঠনিক সম্পাদক নূর নবী সোহেল। অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. হাবীব, চৈতি বসু, সাঈদুল ইসলাম ইরফান, মুক্তিযোদ্ধার সন্তান ইকবাল সরকার ও ফয়সালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের জন্য জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্যারানাগুয়া
পরবর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা