মৌ’দি ফিরে আয়

মেরাজ রাহীম | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

আজ শরতের মোহন রাতে চাঁদের কুসুম ঝরে,

এই নিশিতে মৌদি তোকে খুব যে মনে পড়ে!

হাস্নুহেনা ফুলের ভাসে আকুল করে সই,

তোকে ভেবে সজল চোখে কষ্টে ডুবে রই।

ঘুমহারা দুনয়ন মাঝে তোর ছবিটা ভাসে,

মুখটা কনকপদ্ম হয়ে মনঝিলেতে হাসে।

কাঁশের বনে দোলা লাগে ধীর দখিনা বায়,

ভরা নদীর আয়না জলে আকাশ দেখা যায়।

বনবেতসে ডাহুক ডাকে বড়ই করুণ সুর,

বুকের মাঝে দুঃখ বাজে হৃদয় ব্যথাতুর।

সেই যে গেলে উল্কা হয়ে আর এলে না ফিরে,

স্বপ্ন আমার পাঁপড়ি মেলে মৌদি তোকে ঘিরে।

পূর্ববর্তী নিবন্ধনির্লিপ্ত
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী আঁরার ইতিহাস ঐতিহ্যের অংশ