মোহামেডান ব্লুজ,কোয়ালিটির জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ফুটবল লিগে গতবারের চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব টানা তিনটি ম্যাচে পরাজিত হয়েছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৪-১ গোলের বড় ব্যবধানে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। এ জয়ে মোহামেডান ব্লুজ ৮ খেলা শেষে ১১ পয়েন্ট লাভ করলো। অন্যদিকে কাস্টমস সমান খেলা শেষে ৭ পয়েন্ট পেল। কাস্টমস তাদের শেষ তিনটি খেলায় পরাজিত হয়ে কোন পয়েন্টের মুখ দেখেনি। মোহামেডান ব্লুজ আগের খেলায় হারলেও গতকালের খেলায় জয়ে ফিরে। উভয় দলের আর একটি খেলা বাকি আছে।
গতকাল খেলার প্রথমার্ধে বিজয়ী মোহামেডান ব্লুজ এক গোলে এগিয়েছিল। খেলার ২৬ মিনিটে প্রথম গোল পায় মোহামেডান ব্লুজ। এ সময় হাবিব মিয়ার ক্রস থেকে অধিনায়ক টনি বর্মন হেড দিয়ে গোল করেন (১-০)। বিরতির পর খেলতে নেমে মোহামেডান ব্লুজ তাদের আক্রমণ জোরদার করে। এ অর্ধের ১৯ মিনিটে সাদ্দাম হোসেন বাম প্রান্ত থেকে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়ান(২-০)। এর কিছু পরে কাস্টমস একটি সুন্দর সুযোগ পায়। কিন্তু সুমন গোলমুখে বলে পা লাগাতে ব্যর্থ হলে সে সুযোগটি নষ্ট হয়। ২২ মিনিটে কাস্টমসের কাফসাদ তাইয়ুম ব্লুজের বঙে ঢুকে গেলে তাকে ফাউল করেন ব্লুজের ডিফেন্ডার মাহফুজুর রহমান। রেফারী পেনাল্টির বাঁশী বাজান কাস্টমসের অনুকূলে। কাফসাদ পেনাল্টিতে গোল করলে ব্যবধান হয় (২-১)। এরপর মোহামেডান ব্লুজের বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ফারুকুল ইসলাম আনন্দ। আনন্দ দলকে আনন্দে ভাসিয়ে দেন আরো দুটি গোল করে। ৩৪ মিনিটে নিজের প্রথম গোল করেন আনন্দ। মোহামেডান ব্লুজ এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৪১ মিনিটের সময় আরো একটি গোল করেন তিনি। গোলকিপারের সামনে গিয়ে আনন্দ তাকে পরাস্ত করেন (৪-১)।
গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের খেলোয়াড় ফারুকুল ইসলাম আনন্দ। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ফারুক জামান।
একই ভেন্যুতে দিনের অপর খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১-০ গোলে অফিস দল বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। খেলার শেষ মুহূর্তে এ গোলটি করেন কোয়ালিটির আরাফাত মিয়া। এ জয়ে কোয়ালিটির পয়েন্ট হয়েছে ৮ খেলা শেষে ১৫। ফলে লিগে রানার্স আপ হওয়ার অন্যতম দাবীদার হয়েছে তারা এখন। তাদের পেছনে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের পয়েন্ট ৭ খেলা শেষে ১৪। বন্দরের আরো দুটি খেলা বাকি। ৩ নভেম্বর তারা ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে খেলবে। কোয়ালিটি ৭ নভেম্বর তাদের শেষ খেলায় বন্দরের মোকাবেলা করবে। বিসিআইসি তাদের শেষ চারটি খেলাতেই পরাজিত হয়েছে। ৮ খেলা শেষে তারা ৭ পয়েন্ট অর্জন করেছে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের খেলোয়াড় আরাফাত মিয়া। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ।
আজ প্রিমিয়ার ফুটবল লিগের কোন খেলা নেই। তবে ১ম বিভাগ ফুটবল লিগের একটি খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় অংশ নেবে বাকলিয়া একাদশ ও ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব। বিকাল ৩.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপ আজকের খেলা
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগর থেকে ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার