মোহরায় শাহ এমদাদীয়া ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

| বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

দেশে দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির লক্ষ্যে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্টের পরিচালনায় নগরীর মোহরা এলাকায় শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ড্রাইভিং প্রশিক্ষণের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার নগরীর খুলশী এলাকায় মাইজভাণ্ডার দরবার শরীফের খানকা শরীফে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন হযরত মাওলানা শাহ্‌ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)

এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া স্বনির্ভরতা ট্রাস্টের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

এসময় আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্মসচিব মেজবাউল আলম শৈবাল, দপ্তর সম্পাদক আহসানুল হক বাদল, জেলার সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, মহানগরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আই এইচ মোহাম্মদ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, শাহ্‌ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক সামসুদ্দীন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গুনিয়া শাখার ফল উৎসব
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বার এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন