মোস্তাফিজের প্রতিটা বল দেখেন শরিফুল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

একসময় মোস্তাফিজকেই আদর্শ মেনে বেড়ে ওঠা শরিফুল ইসলাম এখন মোস্তাফিজের সঙ্গে জাতীয় দলে খেলছেন। শরিফুল দিন দিন দলের জন্য হয়ে উঠছেন বড় ভরসাও। এখন তিনি খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে আর মোস্তাফিজ আছেন আইপিএলে। শরিফুলও আইপিএলে ডাক পেয়েছিলেন। কিন্তু বিসিবির কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি তার। তবে সতীর্থ মোস্তাফিজের সবগুলো ম্যাচই দেখেছেন বলে জানিয়েছেন এই পেসার। চাপ না থাকায় তিনি আইপিএলে ভালো করছেন বলেও বিশ্বাস শরিফুলের। গতকাল সোমবার ডিপিএলের ম্যাচের পর তিনি বলেন প্রতিটা ম্যাচ দেখি। মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি। উনার সঙ্গে ম্যাচের পরদিন কথা হয়। আমার মনে হয় বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই বেশি উপভোগ করে। কারণ ওখানে চাপটা খুব কম আর কী। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে। হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে। জাতীয় দলে খুব একটা সুবিধা করতে পারছেন না মোস্তাফিজ। ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। নিয়মিতই সুযোগ পাচ্ছেনেেচন্নাই সুপার কিংসের একাদশে। জাতীয় দলে যে চাপের কথা বললেন শরিফুল। সেটি আসলে কী? এই পেসার বললেন উনি তো নিয়মিতই পারফর্ম করছেন। শেষ দুয়েক ম্যাচে হয়তো আশানুরুপ করতে পারেননি। চাপ বলতে সবার চাওয়া একটু বেশি থাকে। কারণ উনি তো লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো পারফর্ম করছিলেন। উনি ভালো করতেছে, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুয়েকটা ম্যাচ করতে পারেননি। শরিফুলের প্রতিও এখন প্রত্যাশা বাড়ছে দলের। সে সাথে চ্যালেঞ্জও বাড়ছে বলে মনে করেন এই পেসার। কিন্তু আমি ওদিকে চিন্তা করছি না। আমি চিন্তা করছি যদি সুস্থ থাকি তাহলে যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্ব শুরু বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের জয়লাভ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো দলই আর অপরাজিত নেই প্রথম হারের স্বাদ পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও