জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্ব শুরু বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্ব গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বন্দর স্কুল ১০ উইকেট চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে ব্যাট করতে নামে। ৩২.৪ ওভার খেলে তারা মাত্র ৮৫ রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মেহরাব খান ১৭ এবং মো. মিনহাজ ১৪ রান করে। বন্দর স্কুলের মো.মিনহাজ ৪টি এবং মেহরাব ৩টি উইকেট দখল করে। জবাবে বন্দর স্কুল বিনা উইকেটে ১৩ ওভার খেলে ৮৮ রান তুলে নেয়। মাহির শাহরিয়ার ৪০ এবং আবদুল্লাহ ২০ রানে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে ২৯ রান। ১ উইকেট এবং অপরাজিত ৪০ রান করে বিজয়ী দলের মাহির শাহরিয়ার ম্যান অব দি ম্যাচ হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চসিক ও সিজেকেএস কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু, সুলতান মাহমুদ খান শাহীন সহ খেলায় অংশগ্রহণকারী দলের ক্রীড়া কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। আজকের খেলা: নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২৬ এপ্রিল শুরু
পরবর্তী নিবন্ধমোস্তাফিজের প্রতিটা বল দেখেন শরিফুল