মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে বাবার মৃত্যু

সড়ক দুর্ঘটনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

আজ বুধবার ছিল মেয়ের বিয়ের নির্ধারিত দিন। তাই মেয়ের বিয়ের দাওয়াত কার্ড ও অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছিলো বাবা মোহাম্মদ ইউসুফ (৬০)। আত্মীয়ের বাড়ি থেকে মেয়ের বিয়ের নিমন্ত্রণ দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় নিহতের সন্তান মোহাম্মদ হাসনাত (১৩) এবং অটোরিকশা চালক মো. বাচা মিয়া (৪৩)। সোমবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা গণবিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউসুফ উপজেলার কোদালা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, হাসপাতালে আনার আগেই ইউসুফ মারা যায়। হাসনাত পায়ে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। গুরুতর আহত হওয়ায় অটোরিকশাচালক বাচা মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. মাহবুব মিলকী বলেন, নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করলে অনুমতি দেওয়া হয়। এদিকে মেয়ের বিয়ের দুদিন আগে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইউসুফ স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষানুরাগী কামাল উদ্দিন আহমদ স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে জনগণের আমানতের সুরক্ষায় প্রাণপণ ভূমিকা রাখব