মেয়েদের ইউরোর ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

মেয়েদের ইউরো ফুটবলের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথম সেমি-ফাইনালে গত মঙ্গলবার রাতে সুইডেনকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের প্রথম ২৫ মিনিটের খেলায় কেউ ভাবতেও পারেনি, শেষ পর্যন্ত ফল এতটা একপেশে হতে পারে। শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে প্রবল চাপ তৈরি করে সুইডেন। তবে দারুণ দৃঢ়তায় ঘর সামলে বেথ মিডের ৩৪তম মিনিটের নৈপুণ্যে এগিয়ে যায় ইংলিশরা। পিছিয়ে পড়েও আক্রমণের ধার কমেনি সুইডিশদের। তবে ইংলিশ গোলরক্ষক ম্যারি এরপ্স ছিলেন দেয়াল হয়ে। দুর্দান্ত সব সেভে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের আক্রমণ। সতীর্থের এমন নৈপুণ্যের মাঝে দ্বিতীয়ার্ধে একে একে বাকি গোল তিনটি করেন লুসি ব্রোঞ্জ, অ্যালেসিয়া রুসো ও ফ্রান কার্বি। কোচ সারিনা ভিগমানের হাত ধরে এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রইলো ইংল্যান্ড। এরই সঙ্গে দীর্ঘ ১৩ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল দেশটির মেয়েরা। এর আগে তারা সবশেষ ফাইনালে উঠেছিল ২০০৯ ইউরোর; সেবার জার্মানির বিপক্ষে ৬-২ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের। এবারের আসরের শুরু থেকেই ফেভারিট ভাবা হচ্ছে ইংল্যান্ড দলকে। এর ছাপ রেখে তারা উঠেছে শেষ ধাপে। শিরোপা লড়াইয়ে দলটি খেলবে জার্মানি ও ফ্রান্সের মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালে বিজয়ীর বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধলর্ডসে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনাল
পরবর্তী নিবন্ধশেষ দিনে টেস্ট বাঁচানোর মিশন পাকিস্তানের