মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভুয়া ঠিকানায় বগুড়ার দই বিক্রি

অভিযানে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য রাখায় এসএস ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে বগুড়ার দই তৈরি ও সংরক্ষণের দায়ে বায়েজিদ থানার অধীন সামাদপুর এলাকার জহির আলীর দইয়ের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সকালে চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন।

সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ছাড়াও অবৈধভাবে ভেজাল জুস তৈরির অপরাধে একই এলাকায় অবস্থিত এভারফ্রেস অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদারুল উলুম মাদ্‌রাসার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালোবাসার নিদর্শন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে হবে