মেহেরুন ইসলাম

শোকের মাতম

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

সবুজ পাতা, বৃক্ষরাজি
মুখটা কেন ভার?
বলো না আজ কী হয়েছে
কারণ কী কী তার?

সকাল থেকে পাখির মুখেও
নেইতো কোনো সুর,
দেখছি সবাই ফারাক-ফারাক
থাকছো কেন দূর?

এ-ডাল ও-ডাল ঘুরছো শুধু
নেইতো মুখে রব,
কোন দুখেতে, কী কারণে
সবাই আজ নীরব?

হঠাৎ করেই ছোট্ট ছানা
কণ্ঠে ধরে গান,
যেই গানেতে শোকের মাতম
বিরহ অম্লান।

বিষাদী গান হৃদয় পোড়ায়
মুজিব হারা দুখ!
সব কোলাহল থেমেছে আজ
কেড়ে নিয়ে সুখ।

পূর্ববর্তী নিবন্ধনূরনাহার নিপা
পরবর্তী নিবন্ধসরোয়ার রানা