মেরিন ড্রাইভ সড়কে ছয় ঘণ্টা বন্ধ যান চলাচল

হিমছড়িতে পাহাড় ধস

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

রামুর হিমছড়িতে গতকাল শনিবার ভোর ৪টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রায় ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল হিমছড়ির ৩নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সদস্যরা স্কেভেটর দিয়ে রাস্তা থেকে মাটি সরিয়ে নিলে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হয়।
এদিকে টানা বৃষ্টির কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে কক্সবাজারের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এতে জেলার বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। অবশ্য হিমছড়িসহ জেলার পাহাড়ি এলাকাগুলোতে প্রতিবছর পাহাড় ধসের ঘটনা ঘটে। ২০১০ সালে কক্সবাজারে মাত্র একদিনের পাহাড় ধসেই ৬ সেনা সদস্যসহ ৫২ জন মানুষ মারা যায়। এরপর একসঙ্গে এত মৃত্যু না হলেও থেমে নেই পাহাড় ধসের ঘটনা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমশ। মূলত পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসতবাড়ি ও রাস্তাঘাট নির্মাণের কারণেই অনাকাক্সিখত ঘটনা ঘটছে বলে মনে করেন পরিবেশবাদীরা।
পরিবেশবাদী সংগঠন ইয়েস কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, গত এক মাসে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার বিভিন্নস্থানে পাহাড় ধসে বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু হতাহত হয়েছে। প্রতিবছরই পাহাড় ধসে মৃত্যুর ঘটনা বাড়ছে। পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে যাচ্ছে সড়ক যোগাযোগ। এজন্য নির্বিচারে পাহাড় কাটা বন্ধ করা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধসংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ