সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা হারুন লুবনা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মেয়র শামীমা হারুন লুবনা এমপিকে চসিকের পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাক্ষাৎকালে দেশের উন্নয়নে চট্টগ্রামের ভূমিকা আরো বাড়াতে সংসদ সদস্য শামীমা হারুন লুবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন মেয়র।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর হারুনুর রশিদ, গোলাম মোহাম্মদ জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।