মেডিকেল কলেজেও ফিরেছে প্রাণচাঞ্চল্য

সশরীরে ক্লাস শুরু, আড্ডায় মাতল শিক্ষার্থীরা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

স্কুল-কলেজের পর গতকাল মেডিকেল কলেজগুলোতেও ফিরেছে প্রাণচাঞ্চল্য। শুরু হয়েছে সশরীরে ক্লাস। এতদিন সব কার্যক্রম চললেও ক্লাস চলছিল অনলাইনে। গতকাল সকাল ৯ টা থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পর বন্ধু-সহপাঠীদের কাছে পাওয়ায় বেশ উৎফুল্ল দেখা গেছে শিক্ষার্থীদের। অনেকেই ক্লাস শুরুর আগেই বন্ধুদের সাথে খুনসুটি-আড্ডায় মেতেছেন। অনেকে ক্লাস রুমে ঢুকেই ব্যস্ত হয়ে পড়েন সেলফি তুলতে। ১ম বর্ষের দুশতাধিক শিক্ষার্থীর জন্য দিনটি তো অন্য রকমই। ভর্তির পর যে তাদের এই প্রথমবার ক্লাসে উপস্থিতি।
চমেক প্রশাসনের তথ্য মতে, সোমবার থেকে এমবিবিএস ও বিডিএস-এর ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস চালু হয়েছে। এসব ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আটশ। এর মাঝে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী প্রথম দিন অনুপস্থিত ছিল জানিয়ে চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার বলেন, প্রায় ৯৯ ভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছে। অনেক দিন পর সশরীরে ক্লাসে উপস্থিতি ঘিরে শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে। এদের মাঝে অনেক শিক্ষার্থী ভর্তির পর প্রথমবারের মতো ক্লাসে আসার সুযোগ পেয়েছে। শিক্ষকরাও শিক্ষার্থীদের উপস্থিতি উপভোগ করেছেন। অনেক দিন তারা সশরীরে ক্লাস নেয়ার সুযোগ পান নি। কলেজ সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের কিছু শিক্ষার্থীর করোনার টিকা গ্রহণ বাকি ছিল, তাঁরাও আজ(গতকাল) টিকা নেন। প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছেন ২২৮ জন। দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীর সংখ্যা (বিডিএসসহ) ২৭০। আর চূড়ান্ত (৫ম) বর্ষের শিক্ষার্থীর সংখ্যা ২৫৬। উল্লেখ্য, সোমবার সশরীরে ক্লাস চালু উপলক্ষে দুদিন আগেই (গত শনিবার) ছাত্রাবাস খুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধধারাবাহিক বৈঠক শুরু হচ্ছে বিএনপিতে
পরবর্তী নিবন্ধইনডোর নির্মাণ কাজ শেষ হবে কবে