মেঘনা পেট্রোলিয়ামের বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং কোম্পানির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় কোম্পানির পরিচালকবৃন্দের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) ও এমপিএল বোর্ডের পরিচালক ফারহিনা আহমেদ, এমপিএল বোর্ডের স্বাধীন পরিচালক মো. আসমাউল হোসেন, এমপিএল বোর্ডের স্বাধীন পরিচালক খলিলুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব) ও এমপিএল বোর্ডের পরিচালক কাজী শাহজাহান, উপ-সচিব ও এমপিএল বোর্ডের পরিচালক শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, এমপিএল বোর্ডের পরিচালক আবুল ফজল মো. নাফিউল করিম, এমপিএল বোর্ডের শেয়ারহোল্ডার পরিচালক ডা. আশরাফ উদ্দিন, আবু সালেহ ইকবাল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব রেজা মো. রিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। কোম্পানি ২০২০-২০২১ হিসাব বছরে ২৮২.১৪ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ২৬.০৭ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। সভায় ১৫০% ক্যাশ ডিভিডেন্ড প্রদান অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনবীন মেলার চিত্রাংকন ও দেশের গান প্রতিযোগিতা