মৃত্যুর দায় কে নিবে?

| রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায় মোটামুটি সবাই রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। যার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলীয় গ্রুপিংয়ে ভরপুর। বিশেষ করে তৃণমূল পর্যায়ে গ্রুপিংয়ের জন্য সর্বদা এক অস্থিতিশীল, অনিয়ন্ত্রিত এবং স্নায়ু প্রতিক্রিয়া বিদ্যমান। যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে হিংসা, বিদ্বেষের ছড়াছড়ি। কেন্দ্র থেকে কঠোর হস্তক্ষেপ না থাকায় এসব অঞ্চল গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্ট হচ্ছে। সমপ্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভার এমন দলীয় কোন্দল সারাদেশে বেশ আলোচিত। সেখানে দুই গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলিতে আলাউদ্দিন নামে একজন নিহত হয়েছেন।আলাউদ্দিন নামে যে মারা গেছে সে বসুরহাট পৌরসভার এক ওয়ার্ডের যুবলীগের কর্মী ও পেশায় সিএনজি চালক পাশাপাশি অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিতে জনমনে বিরাজ করছে আতংক। অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এর চেয়েও ভয়াবহ কিছু হতে পারে।এছাড়া যে ছেলেটা মারা গেছে তার দায়ভারই কে নিবে?
পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে কেন্দ্র থেকেই তৃণমূলের লাগাম টানতে হবে। পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করতে হবে।
মামুন হোসেন আগুন (কলামিস্ট)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআশাপূর্ণা দেবী : সৃজনশীল কথাশিল্পী