মূল ঋণের চেয়ে কম টাকা আদায় করে মামলা প্রত্যাহারের আবেদন

ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখার ম্যানেজারকে তলব

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

বিপুল অংকের সুদ মওকুফ এবং মূল ঋণের চেয়ে কম টাকা আদায়ের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করায় ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখার ম্যানজোরকে তলব করেছেন আদালত। আগামী ৮ জুন সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১২ সালের ১০ জুলাই ১২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৮৯৫ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে নগরীর লালখান বাজারের হাইওয়ে প্লাজার আইসিসি লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল, পরিচালক আবুল কালাম আজাদ ও একেএম গোলাম ফেরদৌসের বিরুদ্ধে অর্থঋণ মামলাটি দায়ের করেন ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখা।

বর্তমানে সুদসহ তাদের কাছ থেকে ব্যাংকের পাওনা ৩৪ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা। এসব খেলাপি ঋণ থেকে বিপুল পরিমাণ সুদ মওকুফ করে এবং মূল ঋণের মাত্র ৪ কোটি টাকা আদায়ের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করে ব্যাংকটি। গত ১৪ মে প্রত্যাহারের আবেদনটি করা হয়। বেঞ্চ সহকারী বলেন, আদালত বলেছেন, মূল ঋণের চেয়ে কম টাকা আদায় করে মামলা প্রত্যাহার আবেদন করার বিষয়টি অগ্রহণযোগ্য। ঋণের বিপরীতে মূল্যবান সম্পত্তি মর্টগেজ থাকা সত্ত্বেও এবং মামলা রায়ের পর্যায়ে আসার পর কেন বাদী ব্যাংক বিবাদীদেরকে বিপুল পরিমাণ সুদ মওকুফ করে মূল ঋণের চেয়ে কম টাকা আদায়ের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেছে তা বাদী ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান বেঞ্চ সহকারী রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানের পরও থেমে নেই টিলা কেটে মাটি বিক্রি
পরবর্তী নিবন্ধতাপপ্রবাহ থাকতে পারে আরও ৫ দিন