হাটহাজারীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত মো. ইউনুস (৪০) হত্যাকাণ্ডের মূল আসামি শফিউল বশর (৩০) গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে খন্ডলের ঘাটা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার বশর ২ নম্বর ধলই ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের আরজানার বাপের বাড়ির মো. আমির হোসেনের পুত্র।
জানা যায়, গত ৩১ মে ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আরজানার বাপের বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কোদালের কোপে মো. ইউনুস মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জুন সন্ধ্যায় মারা যান ইউনুস। এই ঘটনায় নিহতের ভাই মাহাবুল আলম গত ৫ জুন ছয় জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে এবং আরো ২–৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এজাহারভুক্ত আসামি পশ্চিম ধলই আরজানার বাপের বাড়ির নজরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে মূল আসামি শফিউল বশর গ্রেপ্তার হন। বাকি আসামিরা এখনও পলাতক।
থানার ওসি রুহুল আমীন বলেন, গ্রেপ্তার শফিউল বশরকে শুক্রবার বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।