মূল্য তালিকা প্রদর্শন না করায় ১২ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা ও মাসুমা জান্নাত। তারা নগরীর সদরঘাট, কোতোয়ালি, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাজার মনিটরিংসহ সার্বিক আইন-শৃক্সখলা রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এমন অভিযান পুরো রমজান মাস চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের সভাপতি সম্পাদক হতে চান ১৭৭ জন