মূল্যবৃদ্ধির প্রক্রিয়াটি সঠিক হয়নি

ড. মইনুল ইসলাম

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৮:৪৪ পূর্বাহ্ণ

ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রক্রিয়াটি সঠিক হয়নি বলে মন্তব্য করে একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেছেন, এক দফায় ২৩ শতাংশেরও বেশি দাম বাড়ানো ঠিক হয়নি। এটি ধাপে ধাপে বাড়ানো যেতো। অন্তত তিন দফায় যদি দাম বাড়ানো হতো তাহলে নেতিবাচক প্রভাব কম পড়তো। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়াতে হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তাই দাম না বাড়িয়ে সরকারের গত্যন্তর নেই। তেলের দাম বাড়িয়ে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে হবে। কিন্তু দাম বাড়ানোর প্রক্রিয়াটি সঠিক না হওয়ায় বিষয়টি জনদুর্ভোগ সৃষ্টি করবে।
প্রফেসর মইনুল ইসলাম বলেন, কেরোসিনের মূল্য বৃদ্ধি ঠিক হয়নি। কেরোসিন দেশের একেবারে প্রান্তিক শ্রেণির গরীব মানুষ ব্যবহার করে। এটার মূল্য এভাবে বাড়িয়ে দেওয়ায় অসহায় মানুষ কষ্টে পড়ে যাবে। কেরোসিনের উপর ভর্তুকি অব্যাহত রাখা দরকার ছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কেরোসিন খুব বেশি ব্যবহৃত হয় না। এটার উপর ভর্তুকি সরকারের সার্বিক অর্থনীতিতে খুব বড় কোন প্রভাব ফেলে না। অথচ সাধারণ মানুষ উপকৃত হন। এখন সেই ভর্তুকি প্রত্যাহার করা হলে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাবে। কেরোসিনের ব্যাপক মূল্যবৃদ্ধি প্রান্তিক মানুষের বড় কষ্টের কারণ হবে।
ড. মইনুল ইসলাম বলেন, ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি। এর ফলে যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতি বাড়বে। বাড়বে মানুষের দুর্ভোগ। তিনি কৃষিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন ব্যবসা মুখ থুবড়ে পড়বে
পরবর্তী নিবন্ধবাড়ছে কুকুরের কামড়ানো রোগী