মুয়িনগীতি

মুয়িন পারভেজ | শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ১০:০১ পূর্বাহ্ণ

ভণিতা

সাধারণ নিম্নবর্গীয় মানুষদের কথাবার্তায় এমন টানটোন থাক্তেএত বিচিত্র স্বরভঙ্গিমায় মানস-প্রতিফলন্তপ্রমিত বাংলায় তার অনুবাদ অসম্ভবপ্রায়। ‘মুয়িনগীতি’ শিরোনামে যে-গানগুলো লিখতে চাই সেগুলো আশলে প্রলেতারিয়েতের গান্তশিক্ষিত মধ্যবর্তী শ্রেণির মার্জিত ভাষায় তার প্রসাধন চলে না বোধহয়। চাটগাঁইয়া ভাষার ধ্বনি প্রমিত বর্ণমালায় ধরা যায় না ঠিকঠাকমতো্তএও এক ভাষাতাত্ত্বিক সংকট। তবে গান যেহেতু শ্রুতিনির্ভর, তাই বানানসমস্যা রসগ্রহণে খুব বাধা দেবে না, আদৌ রস যদি কিছু থাকে!

এই যে জালালাবাদ পাআর, অই যে পাআরতলী
সূর্য সেন আর প্রীতিলতার স্মৃতি-অঞ্জলি

ধলঘাটত যাইলি অ ভাই গারি থামাইয়ো
গৈরলার রাস্তা কনদি পুছ গরি চাইয়ো
মাস্টারদা-র মাথার দাম কষ্ট পাইবে কইলি!
সূর্য সেন আর প্রীতিলতার স্মৃতি-অঞ্জলি

সাবিত্রীদি-র বারি কননান পুছ গরি চ না!
নির্মল সেন গুলি খাইয়ি ক্যানে জানি ল না!
‘মা রে, মা’ ডাকি ভোলা কননত পইয্যি ঢলি!
সূর্য সেন আর প্রীতিলতার স্মৃতি-অঞ্জলি

কোট বিল্ডিং বিচের ন পায় কল্পনা দত্ত
মিছিল লইঅ কিঅ ন যায়, কিল্লেই বুঝর ত!
কর্ণফুলি ন ত ছারে চাটগাঁ শঅরর গলি
সূর্য সেন আর প্রীতিলতার স্মৃতি-অঞ্জলি

ফাঁসিকাষ্ঠ কন জাগাগান আছে নি মনত?
তারকেশ্বর দস্তিদার আছিল কন সেলত?
‘বন্দে মাতরম্‌’ কই কই জীবন দিইয়ি বলি!
সূর্য সেন আর প্রীতিলতার স্মৃতি-অঞ্জলি

শ্যামসুন্দর গেল্‌ গই ছারি, শেফালীও নাই
কারে যাই কইয়ুম আঁর গীততউ গাইবেল্লাই!

রমেশ শীল থাইলি কইতাম, ‘এক্কানা হুনন!’
ফণী বড়ুয়া থাইলি কইতাম, ‘গলা ছারি গঅন!’
কল্যাণী ঘোষ কন্ডে আছে কইত পারঅ নি, ভাই?
কারে যাই কইয়ুম আঁর গীততউ গাইবেল্লাই!

আবদুল গফুর হালী যদি থাইকতু দিতু সুর
হাত কচালি কইতাম, ‘আঁর বারি ভুজপুর।
ভাঙাচোরা গীতি বাঁধিলাম, তাল ত ন পাই!’
কারে যাই কইয়ুম আঁর গীততউ গাইবেল্লাই!

মহিউদ্দিন ভান্ডারী ত রোগে কষ্ট পার
শুলকবঅর যাইবেল্লাই আঁর মননান উতরার!
ক্যান গরি আঁই কইয়ুম, ‘বদ্দা, চলন চাঁ খাই!’
কারে যাই কইয়ুম আঁর গীততউ গাইবেল্লাই!

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স আনোয়ারা তাহের ফিজিওথেরাপি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভা
পরবর্তী নিবন্ধবীরেন্দ্র চট্টোপাধ্যায় : ওঁরাও-সাঁওতালী ছায়ায়