মুহিবুল্লাহর খুনিদের বিচার অবশ্যই হবে : মোমেন

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:০৭ পূর্বাহ্ণ

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহর হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কক্সবাজারে শরণার্থী শিবিরে এই হত্যাকাণ্ডে জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের মধ্যে গতকাল শনিবার এক বিবৃতিতে এই আশ্বাস দেন তিনি। খবর বিডিনিউজের।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাকে বুধবার অজ্ঞাত পরিচয়ের অস্ত্রধারীরা গুলি চালিয়ে হত্যা করে। তার তিন দিন পর দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে।
পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচিত মুহিবুল্লাহ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোচনায় এসেছিলেন। জেনিভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থায় রোহিঙ্গাদের প্রতিনিধিত্বও করেছিলেন তিনি।
রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মুহিবুল্লাহকে হত্যা করেছে সন্দেহ করছে তার পরিবার। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও রোহিঙ্গাদের কোনো উপদলকেই সন্দেহ করছেন।

পূর্ববর্তী নিবন্ধআদালতে জেএমবির বোমা হামলা মামলার রায় আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শোকের ছায়া