মুরাদপুরে সিপিডিএলের বিক্রয় কার্যক্রম চলবে আরও ৩ দিন

| রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

গ্রাহক অনুরোধে ‘মুরাদপুরে ফুল-ফার্নিশড ফ্ল্যাট’ শিরোনামে সিপিডিএলের বিক্রয় সেবা কার্যক্রমের মেয়াদ ৩দিন বাড়িয়ে ৫ই জুলাই পর্যন্ত করা হয়েছে। নগরীর মুরাদপুরে সিপিডিএল মিডটাউন প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ বিক্রয় কার্যক্রম চলছে।
সিপিডিএলের অর্জিত ও পরীক্ষিত অভিজ্ঞতার আলোকে মুরাদপুরে প্রায় ২২ কাঠা ভূমির নির্মিত ১৬ তলা বিশিষ্ট সিপিডিএল মিডটাউন অবকাঠামোগত কাজ ইতোমধ্যেই শেষ, দ্রুত এগিয়ে চলছে ফিনিশিং সলিউশনের কাজ। যার-ই ধারাবাহিকতায় সিপিডিএল আয়োজন করেছে ‘মুরাদপুরে ফুল ফার্নিশড ফ্ল্যাট’ শিরোনামে বিনিয়োগ সেবা কার্যক্রমের। এই আয়োজনে গ্রাহকের ফ্ল্যাট সঠিকভাবে সজ্জিত করার বাস্তবভিত্তিক সমাধান দিতে, প্রতি বর্গফুট স্থানের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে এবং সে বিষয়ে সুস্পস্ট ধারণা দিতে, মুরাদপুরে সিপিডিএল মিডটাউন প্রকল্পে সাজানো হয়েছে একটি মডেল ফ্ল্যাট । বুকিং দিলেই ফার্নিশিং প্যাকেজ সম্পুর্ন ফ্রি, যার ফলে বিক্রয় সেবা কার্যক্রমের সূচনার পর থেকে, আকর্ষণীয় এই অফারটি লুফে নেয়ার জন্য ক্রেতা গ্রাহকদের মাঝে বিপুল আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়। প্রতিদিনই সিপিডিএল মিডটাউন প্রাঙ্গনে আগ্রহী গ্রাহকদের ভীড় লক্ষ্যনীয়। উক্ত কার্যক্রমে সিপিডিএল পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অফারটি খুবই আকর্ষণীয় বলে, ইতোমধ্যে তারা অনেকগুলো বুকিং নিশ্চিত করেছেন। যারা এর মাঝে প্রকল্প এবং মডেল ফ্ল্যাট পরিদর্শন করেছেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে সময়ের প্রয়োজন রয়েছে, তাদের সুবিধার্থে সুযোগ টি বাড়ানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর রুমকির টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস পরলোকে