নগরীর মুরাদপুরের জেলা সমাজসেবা কার্যালয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় শামসুল আরেফিন (৬৫) নামে এক দালালকে আটক করা হয়। পরে ৫ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। গতকাল দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।
সাধারণ মানুষকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তৌহিদুর রহমানের সিল ও সই নকল করে প্রত্যয়নপত্র সংগ্রহ করে দিতেন শামসুল। গত ৫ মাস ধরে বিভিন্ন রোগীকে চিকিৎসার জন্য সরকারি অনুদানের টাকা পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিতেন।
সর্বশেষ তিনি দুই জন রোগীর কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আত্মসাৎ করেন। জেলা সমাজসেবা অফিসের একজন অফিস সহায়ক তাকে এ কাজে সহায়তা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন। কিন্তু অফিস সহায়ক এ কাজে তাকে সহায়তা করেননি বলে ম্যাজিস্ট্রেটকে জানান।
এরপরও অফিস সহায়কের বিষয়টি অধিকতর তদন্তের জন্য সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালককে বলা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আজাদীকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুল আরেফিন নামের দালালকে আটক করেছি। তিনি একজন বয়স্ক মানুষ। সার্বিক অবস্থা বিবেচনা করে ৫ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছি। এছাড়া পরবর্তীতে যাতে এমন কাজ না করেন সে জন্য তাকে সতর্ক করেছি।