মুরাদপুরে আয়োজন ও জামান হোটেলকে জরিমানা

টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

গ্রাহকের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন এবং পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে নগরে দুইটি রেস্টুরেন্ট এবং পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি দৈনিক আজাদীকে বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে মুরাদপুরের আয়োজন রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা এবং হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে ষোলশহরস্থ কর্ণফুলী কম্প্লেক্সে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্য সামগ্রী বিক্রি করায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজীবনের ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছি : পপি
পরবর্তী নিবন্ধবিশেষ পরিবহন সেবার নতুন রুট ঘোষণা