মুরগির দাম বাড়তি সবজিতে স্বস্তি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

বাজারে সররবাহ সংকটে বাড়ছে মুরগির দাম, তবে সবজির বাজার স্বস্তিদায়ক। গত এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কেজিতে ১০ টাকা এবং মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। গতকাল শুক্রবার নগরীর চকবাজার এলাকার কয়েকটি মুরগির দোকান ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কেজি বিক্রি হচ্ছে ২৭০২৮০ টাকায়। গত সপ্তাহে কেজি ছিল ২৫০২৬০ টাকা। শীতকালে এমনিতেই মুরগির উৎপাদন ও সরবরাহ কম থাকে।

সবজির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫৫০ টাকায়। শসা প্রতি কেজি ৬০৭০ টাকায়, বেগুন ৪০৫০ টাকা, টমেটো ৮০১০০ টাকা, শিম ৪০৬০ টাকা। চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০৬০ টাকায়। লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০৬০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪৫৫০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৪০, ঢেঁড়স ৫০, পেঁপে ৩০৪০, বরবটি ৬০৮০ টাকা।

চকবাজারের সবজি বিক্রেতা আবুল বশর বলেন, বাজারে সবজির সরবরাহ একটু কম। শীত ও কুয়াশার কারণে বাজারের সবজি কম আসছে, তাই দাম বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধশৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, পড়বে ঘন কুয়াশা
পরবর্তী নিবন্ধনড়াইলে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু নিখোঁজ ৮