মুন্নু সিরামিকসকে ১৫ কোটি টাকা জরিমানা

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিধি লঙ্ঘনের দায়ে মুুন্নু সিরামিকসের শীর্ষ শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান ও পরিচালনা পর্ষদের পাঁচ সদস্যকে মোট ১৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শেয়ার সংক্রান্ত আইন ভঙ্গের কারণে ব্যবস্থাপনা পরিচালকসহ সমস্ত পরিচালককে (স্বতন্ত্র পরিচালক বাদে) ১ কোটি টাকা করে জরিমানা দিতে হবে। এদের মধ্যে মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খানের হাতে ৪০ লাখ ৫৩ হাজার ৩১৬ বা ১১ দশমিক ২৮ শতাংশ শেয়ার আছে। ব্যবস্থাপনা পরিচালক রশিদ মায়মুনুল ইসলাম ও হুরুন নাহার রশিদ যথাক্রমে ২ দশমিক ০১ ও ২ দশমিক ৮৩ শতাংশ শেয়ারের মালিক। খবর বিডিনিউজের। বাকি দুজন রশিদ সামিউল ইসলাম ও রশিদ রাফিউল ইসলাম মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মনোনীত প্রতিনিধি হিসেবে পরিচালক। এই ফাউন্ডেশন মোট ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৩৬২টি বা ৪১ দশমিক ৪৬ শতাংশ শেয়ারের মালিক। এছাড়া আইন ভঙ্গের দায়ে আলাদাভাবে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আরও ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
কোম্পানিটির ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি শেয়ার আছে। এর মধ্যে ৫৭ শতাংশ ৫৮ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৪ দশমিক ৩৩ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার আছে।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে আবার চালু হচ্ছে ট্রেন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে বিক্ষোভে গুলি রাস্তায় সাঁজোয়া যান