মুক্ত জলাশয় ও নদী সুরক্ষায় কক্সবাজারে কর্মশালা

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

মুক্ত জলাশয় ও নদী সুরক্ষায় বাংলাদেশ নদী পরিব্রাজক দলের দিনব্যাপী এক কর্মশালায় বলা হয়, বিস্তৃত অববাহিকা ও জীবন্ত-বদ্বীপের দেশ বাংলাদেশ। নদী, এর ইতিহাস ও ঐতিহ্য-এ দেশের সাংস্কৃতিক অলংকার। বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত নদীসমূহ এদেশের ঐতিহ্য ও অহংকারের সচল ধারা। এদেশের নদীসমূহ লোকগাথা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির আঞ্চলিকতা ছাপিয়ে আন্তর্জাতিকভাবে বিকশিত করেছে ঐতিহ্যকে। নদীর অবস্থান, আচরণ, বিস্তৃতি, প্রথাগত ঐতিহ্য; এদেশকে শুধু নদীমাতৃক করেনি, করেছে অর্থনৈতিক-সাংস্কৃতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ। নদীকে ঘিরে হাজার বছরের বাঙালিয়ানার শিকড় এভাবেই প্রোথিত হয়েছে গভীরে।
গত শুক্রবার কক্সবাজার সাগরপাড়ের এক হোটেলে অনুষ্ঠিত কর্শাশালায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবের সমন্বয়কারী ড. মো. মনজুরুল কিবরিয়া। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মো. ইসলাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমানের পরিচালনায় কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। আলোচক ছিলেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সারওয়ার সাঈদ ও চট্টগ্রাম জেলা সভাপতি মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধঅসম্ভবকে সম্ভব করার নেতা ছিলেন শেখ মুজিব
পরবর্তী নিবন্ধমানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভা