মুক্তি

আ.ফ.ম. মোদাচ্ছের আলী | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১০ পূর্বাহ্ণ

একাত্তরে লড়াই করা
বীর মানুষের নাম
মুক্তি বলে ডাকতো সবাই
শহর বন্দর গ্রাম।
যুদ্ধজয়ী মুক্তিগুলো
রাখতো জীবন বাজি
কৃষক শ্রমিক ছাত্র যুবা
কেউবা ছিল মাঝি।
রক্ত দিয়ে আনলো বিজয়
পলাশ ফোটা দিন
ওদের তরে আছে সবার
শ্রদ্ধা, সম্মান ঋণ।

পূর্ববর্তী নিবন্ধবিজয় স্বপ্ন
পরবর্তী নিবন্ধআজ বিজয়ের