মুক্তধ্বনির আয়োজনে আবৃত্তি সন্ধ্যা

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

 

মুক্তধ্বনি আবৃত্তি সংসদের আয়োজনে ২৪ জানুয়ারি ঐতিহাসিক গণহত্যা মামলা উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যলারী হলে গতকাল শনিবার সন্ধ্যায় আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়।

এ সময় আবৃত্তি শিল্পী মোহাম্মদ মছরুর হোসেন বলেন, ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি লালদিঘির ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্র রক্ষার সমাবেশে গুলি চালিয়ে তাকে হত্যা করে দেশকে আবার ১৫ আগস্টের দিকে নিয়ে যেতে চেয়েছিল। গণতন্ত্র রক্ষার কর্মীরা তাঁদের বুক দিয়ে মানব প্রাচীর তৈরি করে প্রাণের নেত্রীকে রক্ষা করে। তাদেরই একজন চট্টগ্রাম ঐতিহাসিক গণহত্যা মামলার একমাত্র বাদি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ শহিদুল হুদা। তিনি সেদিন আহত হয়েছিলেন। তাঁর সবচেয়ে বড় অবদান তিনি সে সময় সামরিক শাসনের ভয় উপেক্ষা করে প্রাণ বাজি রেখে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জজ আদালতে মামলা দায়ের করেন। এটি আজ ঐতিহাসিক গণহত্যা মামলা নামে পরিচিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দেবু, কবি আবু মুসা চৌধুরী, কবি ও লেখক অধ্যাপক মইনুল আজম জোসফ, অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দর মিয়া, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সহ সভাপতি এস এম সোলায়মান সবুজ, মনোয়ার আলী রানা, আবদুর রউফ। মুক্তধ্বনি আবৃত্তি সংসদের বৃন্দ পরিবেশনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ মছরুর হোসেন, এস এম সোলায়মান সবুজ, আশিকুর রহমান, জাওইদ আলী চৌধুরী, নাসরিন তমা, আবদুর রউফ, বিবি ফাতেমা, ফাতেমা আক্তার লাকি, জয়া চৌধুরী, ধ্রুভ দাইয়ান সব্যসাচী দেবনাথ, ইসরাত জাহান প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন নজরুল শিল্পী ফরিদা করীম, মুকুল, আমন্ত্রিত আবৃত্তি সংগঠন স্বদেশ আবৃত্তি সংগঠন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী আশিকুর রহমান ও সোমা মুৎসুর্দ্দি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির শাহানা নিউইয়র্ক সিটি কাউন্সিলে অভিবাসন কমিটির নতুন চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে আলোচনা সভা