বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে আলোচনা সভা

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

 

বঙ্গবন্ধুর মানব উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ : প্রেক্ষিত মুজিব শতবর্ষ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়। যৌথভাবে এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম লুতফর রহমান, ড্যাফোডিল গ্রুপের সিইও মো. নুরুজ্জামান, গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মো. মাশেকুর রহমান খান, জেনারেল সেক্রেটারি এম নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো. মুত্তাকিন হাসান, কার্যকরী কমিটির সদস্য জি এম শরীফ, কার্যকরী কমিটির সদস্য হুমায়রা শারমিন, চট্টগ্রাম চ্যাপ্টারের আহ্বায়ক মো. আরিফ আহমেদ প্রমুখ। আলোচনায় দেশের মানব সম্পদ উন্নয়নের নানা বিষয় উঠে আসে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তধ্বনির আয়োজনে আবৃত্তি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধশুদ্ধানন্দ মহাথের ছিলেন সকলের শ্রদ্ধাভাজন