শুদ্ধানন্দ মহাথের ছিলেন সকলের শ্রদ্ধাভাজন

রাঙ্গুনিয়ায় স্মৃতিচারণ সভায় তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি  | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে রচিত হয়েছে। এই দেশ রচনার পেছনে সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে, লড়াই করে, জীবন দিয়েছে। কিন্তু মাঝেমধ্যে দেশে কিছু সাম্প্রদায়িক উষ্কানি দেওয়া হয়। মাঝে মধ্যে দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। গতকাল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহার চত্বরে আয়োজিত বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাথেরের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এদিন শুদ্ধানন্দ মহাথের মরদেহ নিজ জন্মভূমি রাঙ্গুনিয়ার পদুয়ায় আনায়ন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক বনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, বুদ্ধকীর্তি ভিক্ষু, সুনন্দ মহাথের, জ্ঞানানন্দ মহাথের, অভয়ানন্দ মহাথের, ডা. উত্তম কুমার বড়ুয়া, মানু বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী বিকাশ বড়ুয়া প্রমুখ। শুদ্ধানন্দ মহাথেরোর স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, শুদ্ধানন্দ মহাথেরো বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু হলেও তিনি সকল সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন। ৮টি প্রতিষ্ঠান তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন এবং বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে তিনি যুক্ত ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১ হাজার ২৬ জন