মীরসরাইয়ে বিএনপির ৫ নেতা আটক, প্রতিবাদ

হাটহাজারীতে সহিংসতা

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী থানায় মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় মীরসরাইয়ে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। গত রোববার রাতে মীরসরাই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মীরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ফকির আহম্মদ (৬০), যুগ্ম আহবায়ক মো. জাহিদ হুসাইন (৩০) ও নজরুল ইসলাম (৩৫)। এছাড়া দুদিন পূর্বে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেলসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়।
মীরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) সাইদ হোসেন বলেন, আটককৃত বিএনপি তিন নেতার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি মামলা রয়েছে সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এস আই) আকরাম হোসেন বলেন, গত ১৩ তারিখে হাটহাজারী এলাকায় মন্দির ভাংচুরসহ সহিংসতার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মীরসরাইয়ে বিএনপির এসব নেতাদের আটকের প্রতিবাদ জানায় মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব সালাউদ্দিন সেলিম।

পূর্ববর্তী নিবন্ধলিটারে ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
পরবর্তী নিবন্ধ১৩ জনকে লিগ্যাল নোটিশ চাওয়া হবে কোটি টাকা করে ক্ষতিপূরণ