‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ চালু করতে চায় ফেসবুক

আজাদী ডেস্ক | শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৯:০০ পূর্বাহ্ণ

ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে একটি সামাজিক নেটওয়ার্ক চালু করতে চায় ফেসবুক। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবেশীরা সহজে একে অন্যের সঙ্গে সংযুক্ত হতে পারবে। নতুন এই নেটওয়ার্কের জন্য আলাদা প্রোফাইলও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস নাউ জানায়, ফেসবুকের মিনি সোশ্যাল নেটওয়ার্কের ভৌগোলিক সীমা নির্দেশ করা থাকবে। ফলে কোনও ব্যবহারকারী যে স্থানে থাকে সেই জায়গার নির্দিষ্ট সীমার বাইরের কারও সঙ্গে যুক্ত হতে পারবে না। আরেক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ ফেসবুকের নতুন এই নেটওয়ার্ক সম্পর্কে জানায়, এই সেবাটিকে ‘মনিটাইজ’ করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের। ফলে নির্দিষ্ট এলাকার ‘প্রাসঙ্গিক বিজ্ঞাপনও’ প্রদর্শন করা হবে সেখানে। ফেসবুক এরই মধ্যে কানাডায় এ ধরনের একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। ফিচারটির নাম ‘নেইোরহুডস’। পরীক্ষায় সফলতা পাওয়া গেলে বড় পরিসরে সেবাটি চালু হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআরও ৯ সেবা যুক্ত হলো ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে
পরবর্তী নিবন্ধকরোনা নেগেটিভ ১৪ ফুটবলারের