মিতু হত্যার চার্জশিট চূড়ান্ত, শিগগির আদালতে পেশ

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। এই হত্যা মামলার চার্র্জশিট (অভিযোগপত্র) প্রায় চূড়ান্ত করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। শিগগিরই তা আদালতে পেশ করা হবে। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
২০১৬ সালের ৫ জুন জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে স্বামী বাবুল আকতার পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। পাঁচলাইশ থানা পুলিশের পর নগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। তারা প্রায় তিন বছর তদন্ত করেও অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলা তদন্তের ভার পায় পিবিআই।

পূর্ববর্তী নিবন্ধ‘অপরাধীদের অভয়ারণ্য’ আলীনগরে অভিযান
পরবর্তী নিবন্ধজাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচারের পথ খুলল