মা খোকন ও বৃষ্টি

বাসুদেব খাস্তগীর | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

খোকন সোনা দাঁড়িয়ে আছে

আপন মনে বারান্দায়

বৃষ্টি এলো অঝোর ধারায়

এই বৃষ্টিতে দাঁড়ান দায়।

ঘরের ভেতর জানলা দিয়ে

চোখ রেখেছে আকাশে

আকাশ যেন মেঘেই ঢেকে

মেললো ঝড়ের পাখা সে।

বৃষ্টি ফোঁটায় জলের নাচন

ওই যে দূরের পুকুরে

বৃষ্টি যেন সুরে বাজে

বোনের পায়ের নূপুরে।

ভাবছে খোকন ভিজবে এখন

নামতে হবে উঠোনে

চোখ রাঙিয়ে মা এসে কয়

মুখেতে ভাত আর দুটো নে।

পূর্ববর্তী নিবন্ধমৎস্যখাতে অবদানে স্বর্ণপদক পেলেন রাঙ্গুনিয়ার এরশাদ মাহমুদ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর কূলটায়