মা ও শিশু হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারীদের আন্দোলন স্থগিত

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন স্থগিত করেছে। বর্ধিত বেতন ভাতার দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করে। এতে কয়েক শত রোগী এবং তাদের স্বজনদের দুর্ভোগ চরমে উঠেছে।

হাসপাতাল কর্তপক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে। দুপক্ষের আলোচনার প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে চিকিৎসক কর্মকর্তা এবং কর্মচারীরা কাজে যোগ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্বে কাজে আসার কারনে কয়েকজন চিকিৎসক এবং কর্মচারীর বেতন কাটা হয়েছিল। নিয়মানুযায়ী তিন দিন বিলম্ব হলে একদিনের বেতন কাটার নিয়ম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গত জানুয়ারী মাসে যারা দশ দিন এবং ফেব্রুয়ারি মাসে সাত দিন বিলম্ব করেছে তাদের একদিনের বেতন কেটেছে।

এতে ক্ষুদ্ধ হয়ে আজ সকালে তারা কর্মবিরতি শুরু করে। বেতন কাটার সিদ্ধান্ত স্থগিত করার পর সবাই কাজে যোগ দিয়েছে। হাসপাতালে এখন স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলছে বলে প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধটিপ পরায় উত্ত্যক্ত : সেই পুলিশ কনস্টেবল হেফাজতে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে চন্দনাইশের ২ বন্দির মৃত্যু