মায়ের মুখ

স্বর্ণা তালুকদার | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

মায়ের শীতল কোলে
সন্তানেরা দুঃখ ভোলে
যখন দেখি মায়ের মুখ
ভুলে যাই সব দুখ।
পিতা মাতা সন্তানদের
মাথার উপরে ছায়া
তাদের জন্য মনে থাকে
কতই দয়া মায়া।
মায়ের থেকে কখনো
দূরে যদি যাই
এত সোহাগ স্নেহ আমি
কোথায় খুঁজে পাই।
মায়ের কথা যেন জানি
চিরন্তন বাণী
ভালো লাগে দেখলে মায়ের
আদরের মুখখানি।

পূর্ববর্তী নিবন্ধআর গৃহবন্দী করে রেখো না
পরবর্তী নিবন্ধবিশ্বাসের স্বচ্ছতায় গড়ে উঠুক সম্পর্ক