মায়ের ভাষা

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

মায়ের ভাষায় কথা বলতে

কী যে শান্তিসুখ!

মায়ের ভাষায় ঘুমপাড়ানী

নিদ্রালু দুচোখ।

মনের মাঝে আবেগ ছড়ায়

(বাংলা) বাউলভাটিয়ালি

এই ভাষাতে কাঁদিহাসি

মনের কথা বলি।

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার ভালোবাসা ;

ই ভাষার জন্য প্রাণ দিয়েছে

শত মায়ের ছেলে

মহান একুশ, শহীদ মিনার

তাদের কথাই বলে।

ভাষাশহীদের রক্তে রাঙা

আমার প্রিয় বাংলা ভাষা ;

বাংলা আমার স্বাধিকার,

আমার গৌরব অহংকার,

বিশ্ব মাঝে সেরা সে যে

নেই তুলনা তার।

পূর্ববর্তী নিবন্ধবন্ধু
পরবর্তী নিবন্ধনবীন প্রজন্ম ও সফলতার কাঙ্ক্ষিত দিক