মায়ের ভাষায় কথা বলতে
কী যে শান্তি–সুখ!
মায়ের ভাষায় ঘুমপাড়ানী
নিদ্রালু দু‘চোখ।
মনের মাঝে আবেগ ছড়ায়
(বাংলা) বাউল–ভাটিয়ালি
এই ভাষাতে কাঁদি–হাসি
মনের কথা বলি।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার ভালোবাসা ;
এ–ই ভাষার জন্য প্রাণ দিয়েছে
শত মায়ের ছেলে
মহান একুশ, শহীদ মিনার
তাদের কথা–ই বলে।
ভাষা–শহীদের রক্তে রাঙা
আমার প্রিয় বাংলা ভাষা ;
বাংলা আমার স্বাধিকার,
আমার গৌরব অহংকার,
বিশ্ব মাঝে সেরা সে যে
নেই তুলনা তার।