মাস্টার প্ল্যান প্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময়

জঙ্গল সলিমপুর

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জঙ্গল সলিমপুর ও তৎসংলগ্ন মৌজাসমূহের খাস জায়গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে মাস্টার প্ল্যান প্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি জঙ্গল সলিমপুর ও তৎসংলগ্ন মৌজাসমূহের খাস জায়গায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ৩২০জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত : কাদের
পরবর্তী নিবন্ধবিক্ষোভ নয়, গণমিছিলে জোর বিএনপির