মালয়েশিয়ায় পাচারের চেষ্টা

নারী শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

টেকনাফে মালয়েশিয়াগামী ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সকালে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সৈকত থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২০ নারী ও ৫ শিশু রয়েছে। এ সময় পাচারে জড়িত ট্রলারটিও জব্দ করা হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার টেকনাফ, উখিয়া ও কক্সবাজার উপকূলের বিভিন্ন স্পট থেকে ছোট ছোট নৌকা নিয়ে ট্রলারে উঠে কুতুপালং, বালুখালী ক্যাম্পের অর্ধশতাধিক রোহিঙ্গা। সোমবার রাতে তাদের নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রলারটি। এক পর্যায়ে ডাকাত দল পিছু নিয়েছে বলে মাঝি ট্রলার তীরে ভেড়ায়। এরপর প্রায় ১৫/২০ জন পুরুষ সটকে পড়ে। রোহিঙ্গা বোঝাই ট্রলার ভেড়ার খবর পেয়ে কোস্টগার্ড সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বড় ডেইল উপকূল থেকে কোস্টগার্ড ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার ও ট্রলারটি জব্দ করে। কোস্টগার্ড সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের নাম পরিচয় শনাক্তের পর দালালদের চিহ্নিত করা হবে। এদিকে অন্য একটি সূত্র বলছে, মালয়েশিয়া নেওয়ার কথা বলে দালাল চক্র রোহিঙ্গাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। পরে তারা কৌশলের আশ্রয় নিয়ে ডাকাত আতংক ছড়িয়ে ট্রলারটি উপকূলে ভিড়িয়ে দিয়েছে। টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে গত পাঁচ দিন যাবত সাগরে বোটের মধ্যে অবস্থান করছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজামিন মেলেনি শাহাদাতের
পরবর্তী নিবন্ধঅডিটে ঘুষ লেনদেনসহ হয়রানির অভিযোগ বিজিএমএইএর