মালিক, মাস্টার ও চালকের দায় পেয়েছে তদন্ত কমিটি

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড

| বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চের মালিক, মাস্টার ও ইঞ্জিন চালককে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গত সোমবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন নৌ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে জমা পড়ে বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান। খবর বিডিনিউজের।
গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ আগুনে পুড়ে যায় অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন। ওই ঘটনার পর যুগ্মসচিব তোফায়েল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। তারা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া লঞ্চ ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী এবং বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটিতে থাকা একজন কর্মকর্তা বলেন, লঞ্চের ইঞ্জিনে ত্রুটি ছিল। ইঞ্জিন কক্ষ থেকেই আগুন লেগেছে আর এই দুর্ঘটনার জন্য মালিক, লঞ্চের মাস্টার ও ইঞ্জিন চালকদের দায়ী করা হয়েছে প্রতিবেদনে। এক প্রশ্নের উত্তরে তদন্ত কমিটির ওই সদস্য বলেন, সার্ভেয়ারকে দুর্ঘটনার জন্য সরাসরি দায়ী করা না হলেও তার তদারকির অভাবের কথা প্রতিবেদনে এসেছে। এছাড়া বেশ কয়েকটি সুপারিশও দিয়েছে তদন্ত কমিটি। লঞ্চে যাত্রী তোলার আগে টিকেট কাটার বিষয়টি নিশ্চিত করা, লঞ্চ রুট মালিকদের একক আধিপত্যের রাস্তা বন্ধ করার সুপারিশও সেখানে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৩৫
পরবর্তী নিবন্ধসুষ্ঠু তদন্তের স্বার্থে ভিন্ন ভিন্ন বক্তব্য বিবৃতি কাম্য নয় : হাই কোর্ট