চারজাতি ফুটবলে অপেক্ষাকৃত দুর্বল দল সেশেলসের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বাংলাদেশের দৃষ্টি এখন ফেভারিট মালদ্বীপ ম্যাচের দিকে। বরাবরের মতো আগামী শনিবারের ম্যাচটিও জেতার লক্ষ্য জামাল ভূঁইয়াদের। সেশেলসের সঙ্গে ড্র করে বৃহস্পতিবার মাঠের অনুশীলন হয়নি যদিও। জিম আর সুইমিং করে জামাল ভূঁইয়ারা দিন পার করেছেন। এক ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বার্তায় কথা বলেছেন সেশেলসের বিপক্ষে একমাত্র গোলদাতা মোহাম্মদ ইব্রাহিম। ড্র ম্যাচ নিয়ে তার মনে হয়েছে, ‘আসলে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। এখন ড্র হয়ে গেছে, পরের টার্গেট মালদ্বীপ ম্যাচ। ওটা কীভাবে জিততে পারি, সেই পরিকল্পনা করছি আমরা।’ র্যাঙ্কিংয়ের নিচু সারির দল হওয়ায় সেশলসের বিপক্ষে বাংলাদেশ জয় প্রত্যাশা করেছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলে ড্র হওয়ায় দলের সবার যে মন খারাপ হয়নি এমন নয়। এখন সামনের দিকেই তাকানো জরুরি বলে মনে করছেন এই উইঙ্গার, ‘এমন একটা গোল করে যদি জিততে না পারি, ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়, তাহলে তো অবশ্যই খারাপ লাগে। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। কিন্তু যেটা হয়নি, সেটা নিয়ে ভেবে লাভ নেই। সামনের দিকে তাকাতে হবে।’ দলের স্ট্রাইকার সুমন রেজা অবশ্য বৃষ্টির কারণে মাঠের দুরাবস্থার কথাও টেনে আনলেন। অথচ ঢাকাতে সবাই বৃষ্টির মধ্যেও খেলতে অভ্যস্ত। তবে কলম্বোর রেসকোর্স মাঠে খেলে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে উত্তর বারিধারার এই তরুণ ফুটবলারের, ‘ঢাকার মাঠ আর এ মাঠে অবশ্যই একটু পার্থক্য আছে। ঢাকার মাঠে বৃষ্টি হলে একটু কাঁদা হয় কিন্তু খেলা যায়। শ্রীলংকায় এটা বালিযুক্ত মাঠ, বৃষ্টি হওয়ার পর যেটা হয়েছে খেলার সময় পা টেনে ধরছিল। তারপরও প্রথমার্ধে আমরা বল দেওয়া-নেওয়া করে খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্লান্ত লাগছিল, পা-টা ধরে আসছিল।’